বাসে যাত্রীর ব্যাগ থেকে সোনার চেন ও টাকা চুরির অভিযোগ, পুলিশের হাতে ধৃত এক মহিলা সহ দুই
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জি ও রাজা বন্দ্যোপাধ্যায় ও চলন্ত বাসে এক যাত্রীর ব্যাগ খুলে সোনার চেন ও নগদ টাকা চুরির অভিযোগে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। রবিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃতদের নাম হলো সীতা পাসি ও মন্টু পাসি। তারা আসানসোলের বাসিন্দা। ঐ মহিলা ও যুবকের মধ্যে সম্পর্ক কি ও তারা ঠিক কোথায় থাকে, তা পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে। পুলিশের জেরায় তারা, একেক বার এক এক সম্পর্ক ও একবার আসানসোলের বরাচক, আবার একবার কুলটির বরাকরের ঠিকানা বলছে।




জানা গেছে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় বেড়াতে গেছিলেন পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা এলাকার বাসিন্দা স্বামী স্ত্রী নীলিমা হালদার ও পরেশনাথ হালদার। রবিবার সকাল এগারোটা নাগাদ তারা বাঁকুড়ার বিহারীনাথ থেকে পাণ্ডবেশ্বর বাসে ফিরছিলেন। হঠাৎ তারা লক্ষ্য করেন, তাদের সঙ্গে থাক ব্যাগে চেইন খোলা রয়েছে। এ বিষয়ে খোঁজখবর করতেই তারা দেখেন, এক মহিলা ও এক যুবক সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিষয়টি লক্ষ্য করে তারা বাসের অন্য সন যাত্রীদেরকে তা বলেন। সঙ্গে সঙ্গে তারা দুজনের পিছু ধাওয়া করতে থাকেন। পরে ঐ মহিলা ও যুবককে কুনুস্তোড়িয়া এরিয়ার পাশের এক জঙ্গল থেকে তারা পাকড়াও করেন। বিষয়টিকে নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।
এই খবর জানতে পেরে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ, ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীদের কাছ থেকে ঐ মহিলা ও যুবককে ধরে পুলিশ থানায় নিয়ে আসে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, একটি সোনার চেন ও নগদ আড়াই হাজার টাকা চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদেরকে সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হবে।