সাত দিন ধরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল কুয়োতে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ক্রিকেট খেলার মাঠের ধারেই বেশ কয়েক দিন ধরেই উঠছিল কটু গন্ধ, তবে তা তারা অত গ্রাহ্য করেনি, তবে শেষমেষ সোমবার সকালে ক্রিকেট খেলার সময়, সেই বল ময়দান লাগোয়া বাউন্ডারিতে পড়ে গেলে সেই বল আনতে যাওয়ার পরই আতঙ্কে শিউরে উঠলো যুবকেরা। জানা গেল, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি যে গত সাত দিন ধরে নিখোঁজ। সেই নিখোঁজ থাকা ব্যক্তি যেন পড়ে রয়েছে কুয়োর মধ্যে।




সোমবার সকালে রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের, রাম বাগান ডাক্তার কলোনী এলাকার, কাটরা বুড়ি ফুটবল ময়দান সংলগ্ন অংশের এক বাউন্ডারি ঘেরা কুয়োর মধ্যে লক্ষ্য করা যায় এই বিষয়। সোমবার নিখোঁজ সেই ব্যক্তির পচা গলা দেহ মেলায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের কাটরা বুড়ি এলাকার বাসিন্দা বছর ৩৭ এর ধীরেন বোল, বেশ কিছুদিন ধরেই বাড়ির অন্য সকল সদস্যদের সঙ্গে সেখানে ভাড়া বাড়িতে বসবাস করছিল, গত সাতদিন ধরে সে নিখোঁজ থাকে। এ বিষয়ে রানীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সোমবার সকালে সেখানেই বেশ কিছু স্থানীয় যুবক ক্রিকেট খেলার সময় লক্ষ্য করে ময়দানের পাশেই প্রচন্ড দুর্গন্ধ উঠছে, তবে তারা সেসব কিছু পরোয়া না করলেও, পরবর্তীতে ওই এলাকাতেই ক্রিকেট খেলার বল চলে গেলে, সেখান থেকে যুবকেরা বল আনতে গিয়ে লক্ষ্য করে কুয়োর মধ্যে ভাসছে এক ব্যক্তির দেহ, বিষয়টি তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিং কে জানান, পরবর্তীতে তিনি পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে জানালেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, সমস্ত বিষয় লক্ষ্য করে। দেহটি কুয়োর মধ্যে ভাসার বিষয় লক্ষ্য করে, পুলিশ দেহ উদ্ধারের জন্য দমকল বিভাগের খবর দেয়, এরপরই দমকলের সহায়তায় কুয়োর মধ্যে জল ভরাট করে, দেহকে কুয়ো থেকে বাইরে নিয়ে আসা হয়।
পরিবার পরিজনদের দাবি, দেহটি ওই নিখোঁজ ব্যক্তি ধীরেনেরি দেহ। এ বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর খবর নথিভুক্ত করে, আর সেখানেই দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এলাকার বাসিন্দাদের দাবি ঐ ব্যক্তি রাস্তাঘাটে নিজের খেয়ালে ঘুরে বেড়াতো, কাগজপত্র, টাকা সব ছিঁড়ে ছড়িয়ে দিত রাস্তায়। সেই যুবই, তার ভাড়া বাড়ির পাশের কুয়োতে পড়ে গিয়েছে, বলেই তাদের প্রাথমিক অনুমান। এদিকে রানীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ এ বিষয়ে সামগ্রিক বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ।