পানাগড় কান্ডে চাঞ্চল্যকর মোড়, এবার গ্রেফতার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পানাগড় কান্ড এবার চাঞ্চল্যকর মোড় নিলো। এবার গ্রেফতার করা হলো হুগলির চন্দননগরের বাসিন্দা পেশায় নৃত্য শিল্পী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালককে। চন্দননগরের বাসিন্দা ঐ গাড়ি চালকের নামে রাজদেও শর্মা। সোমবার রাতে তাকে চন্দননগরের বাড়ি থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করে। পরে তাকে কাঁকসা থানায় নিয়ে আসা হয়।













গোটা ঘটনা নিয়ে বারবার বয়ান বদল ও তার কথায় অসংলগ্নতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি রবিবার গভীর রাতে নৃত্য শিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার সুতন্দ্রার চারচাকা গাড়ি দুর্ঘটনায় পড়ে পানাগড় রাইস মিল রোডে। তাতে সুতন্দ্রার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পরে ও পুলিশের কাছে দেওয়া সুতন্দ্রার গাড়ি চালক ও গাড়িতে থাকা যাত্রীদের কথায় উঠে আসে যে, পানাগড় কাবাড়ি পট্টির ব্যবসায়ী বাবলু যাদবের গাড়ির তাদের গাড়ি ধাওয়া করেছিলো। বাবলুর গাড়ি তাদের গাড়িতে বারবার ধাক্কা মারছিলো। তখন গাড়ি পুরনো জিটি রোড দিয়ে যাওয়ার সময় উল্টে যায়। বাবলু ও তার গাড়িতে থাকা অন্যরা সুতন্দ্রাকে ইভটিজিং করছিলো। কিন্তু পরে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সাংবাদিক সম্মেলনে দেখিয়ে দাবি করেছিলেন যে, কোন ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। দুটি গাড়ির মধ্যে গতির রেষারেষির কারনে সুতন্দ্রাদের গাড়ি উল্টে যায়। তাতে তার মৃত্যু হয়।
পরে সুতন্দ্রার গাড়ি চালক বয়ান বদল করে বলে যে, পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার পরে যখন যাচ্ছিলো, তখন বাবলু যাদবের সাদা এসইউভি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে ও এগিয়ে যায়। তখন তার পাশে বসে থাকা সুতন্দ্রা তাকে ঐ সাদা গাড়ির পিছু ধাওয়া করতে বলে। তখন দুটি গাড়ির মধ্যে রেষারেষি হয়। এই ঘটনা নিয়ে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।
ঘটনার চারদিনের মাথায় পুলিশ গ্রেফতার করে সাদা এসইউভি গাড়ির মালিক তথা চালক পানাগড়ের বাসিন্দা বাবলু যাদবকে। তাকে পুলিশ দুদিনের রিমান্ডে পায়। তার মধ্যে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ঘটনাস্থল ও গোটা রাস্তায় সুতন্দ্রা মৃত্যু কান্ডের রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করে পুলিশ। বর্তমানে চারদিনের জেল হেফাজতে আছে বাবলু।
আর এর মধ্যেই চাঞ্চল্যকর মোড় নিলো সুতন্দ্রা মৃত্যু কান্ডে । চন্দননগর থেকে গ্রেফতার করা হয় সুতন্দ্রার ভাড়া করা গাড়ির চালক রাজদেও শর্মাকে। মঙ্গলবার তাকে দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জনয় বিচারকের কাছে আবেদন করা হয়েছে। ধৃতর বিরুদ্ধে বিএনএসের ২৮১, ১২৫(এ), ১০৫ ও ৩২৪ নং ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে আছে বেপরোয়া গাড়ি চালানো, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক অভিযোগ।

