ধসের জেরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল স্কুল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : একি ভয়াবহ ঘটনা একেবারে একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল কয়লা খনির ধসের জেরে। তবে রেহাই একটাই দিনের বেলায় স্কুল চলাকালীন এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে এই ঘটনা ঘটেনি তাই অসংখ্য পড়ুয়ার জীবন রক্ষা পেল রাতের দিকে এই ধসের ঘটনা ঘটায়। তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন যে আগামীতে অন্য সকল জনবহুল এলাকাগুলিতেও এই ধসের ঘটনা ঘটতে পারে। সোমবার রাত্রে প্রায় ৭ঃ৩০ টা নাগাদ অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি স্কুলের নিচে অংশ হঠাৎ এই ধসের কবলে পড়ে এই ঘটনার যেরে হুর মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের বিস্তীর্ণ অংশ, বিষয়টি লক্ষ্য করে আতঙ্কে শিউরে ওঠে সকলে হঠাৎ করেই স্কুলের ওই অংশটি ধসে পড়ায় সংলগ্ন এলাকায় যে ধসের কবলে পড়তে পারে তা নিয়েই অনেকের রাতের ঘুম উড়েছে।




ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন ই সিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা খনির কয়লা উত্তোলন করায় এই ঘটনা ঘটছে। তিনি দাবি করেন যে রূপ ভাবে কয়লা খনির ভূগর্ভস্থ অংশে কয়লা কেটে নেওয়ার পর সেই অংশটিকে বালি দিয়ে ভরাট করে দেওয়া উচিত ছিল সেই বালি দিয়ে ভরা করা হয়নি ওই অংশ যার ফলে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে অন্ডাল থানার পুলিশ খবর পাওয়ার পরপরই ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে ওই এলাকাটি বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত করে সমস্ত এলাকাটিকে বিপজ্জনক স্থান হিসেবে ঘিরে ফেলেছে। জানা গেছে দিনের এই ধসের ঘটনায় স্কুল বিল্ডিং টি মাটির নিচে চলে গেছে পাশে একটি বাড়ি তাও ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও মাটি র গভীরে চলে গেছে আশেপাশের অংশেও যে কোন মুহূর্তে প্রভাব পড়তে পারে বলেই ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা বলেই দাবি করেছেন।