মাটি চুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : মাটি চুরিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি জামুড়িয়া বিধানসভার পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙা গ্রামে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
প্রসঙ্গত:এলাকার এক জমি মালিক উজ্জ্বল ঘোষ অভিযোগ করেন ওনারা কর্মসুত্রে বাইরে থাকেন সেই সুযোগে এলাকার বাসিন্দা কল্যান ঘোষ তাদের প্রায় আড়াই তিন বিঘা জমির উপরে থাকা গাছপালা কেটে বিক্রি করে এখন দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে।খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দিলে,পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায়।













অন্যদিকে কল্যান ঘোষ বলেন তার উপর লাগানো মাটি চুরি,গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন।তিনি বলেন আমার ট্রাক্টর ভাটাতে ইট চালায়,হয়তো ড্রাইভার বিশ্রাম নিতে বা খাবার খেতে গিয়েছিল সেই সময় তারা খালি ট্রাক্টরটি আটক করে।আমি খোজ নিতে গেলে আমাকেও গালাগালি করে এবং মারে।

