আসানসোলে সিএমওএইচ অফিসে আশা কর্মীদের বিক্ষোভ, বেতন ১৫ হাজার টাকা সহ একাধিক দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা , স্বাস্থ্য ক্ষেত্র বাদে অন্যান্য কাজের জন্য অতিরিক্ত ভাতার ব্যবস্থা করা সহ অন্যান্য দাবির সমর্থনে পশ্চিম বর্ধমান জেলার আশা কর্মীরা শুক্রবার আসানসোলের কল্যাণপুরে পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিসে বিক্ষোভ দেখান। এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে হওয়া এই আন্দোলনে সিএমওএইচের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।




এই প্রসঙ্গে সংগঠনের নেত্রী ঊষা আচার্য বলেন, আশা কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রের জন্য কাজ করেন। কিন্তু তারা খুব কম বেতন পান। যে কারণে তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরো বলেন, আশা কর্মীরা মনে করেন যে তাদের ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দেওয়া উচিত। সপ্তাহে একদিন ছুটি দেওয়া উচিত এবং প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআইয়ের ব্যবস্থা করা উচিত। এর সাথে আশা কর্মীদের প্রতি সম্মান দিয়ে কথা বলা উচিত।
তিনি বলেন, কিছু আধিকারিক আছেন যারা এই আশা কর্মীদের সাথে অশালীন আচরণ করেন। এই আশা কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করেন। কিন্তু তাদের সরকারি কোন স্বীকৃতি নেই। যদি তারা সরকারি স্বীকৃতি পান, তাহলে তারা সরকারের কাছ থেকে অনেক বেশি সুযোগ-সুবিধা পাবেন। তিনি আশা কর্মীদেরকে সরকারি কর্মচারী হিসেবে অনুমোদনের দাবিও জানান।