আগুনে পুড়ে ছাই হলো তিনটি দোকান
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : গভীর রাতে লিলিহেন আগুনের দাপটে পুড়ে ছাই হলো তিন তিনটি গুমটির দোকান।অন্ডাল স্টেশনের কাছে গভীর রাত্রে, প্রায় একটা নাগাদ এই তিনটি গুমটি দোকানে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে অন্ডাল স্টেশন এর ঠিক কাছেই একটি পান বিড়ির গুমটি একটি, ছোট্ট হোটেল ও একটি ফুটপাতে বসা দোকানের মধ্যেই এই আগুন লাগার ঘটনা ঘটে। গভীর রাত্রে ঘটায় ঘটনা এলাকায় বাসিন্দারা জানতে পেরে তারায় দ্রুত স্থানীয়দের সহায়তায় জল দিয়ে আগুন নেভাতে তৎপর হয়। কিভাবে গভীর রাতে স্টেশনের মত একটি ঘন জনবসতি পূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনা ঘটলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




আগুন দ্রুত নেভানো না হলে সেই আগুনের থেকেই আশেপাশের এলাকার অন্য সব দোকান গুলিতে এই আগুন ছড়িয়ে পড়তো বলেই দাবি করেছে এলাকার বাসিন্দারা। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা এই আগুনলাগার বিষয়টি কয়েক মুহূর্তে প্রত্যক্ষ করে এলাকার অন্য সকল বাসিন্দাদের জানিয়ে দ্রুত সেই আগুন নেভাতে তৎপর হয়। তবে ফুটপাতের মধ্যে থাকা এসব গুমটির দোকানে কিভাবে আগুন লাগলো, কেনই বা এ সকল গুমটির দোকানে আগুন লাগার ঘটনা গভীর রাতে ঘটলো তা নিয়ে অনেকটাই ভাবিয়ে তুলেছে এলাকার বাসিন্দাদের। এই সমস্ত এলাকায় দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে নাকি এর পেছনে অন্য কোন চক্রান্ত রয়েছে সেসব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এদিনের এই আগুন লাগার ঘটনায় ওই সকল গুনটি গুলিতে থাকা বিভিন্ন সামগ্রিক পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে লক্ষাধিক টাকা সামগ্রী ছিল এ সকল গুমটি গুলিতে।