ওষুধ পত্রর কালোবাজারি নিয়ে জোরালো দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ওষুধ পত্রর কালোবাজারি নিয়ে জোরালো দাবি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের। রবিবার রানীগঞ্জের গির্জা পাড়ায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। সেখানেই এদিন সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা নেতা বলরাম চ্যাটার্জী, নিজের বক্তব্যের দাবি করলেন, মোদি সরকার আদানি আম্বানি সহ কর্পোরেট সংস্থার দালালি করছে। ঔষধের দামের উপর জিএসটি তুলে দেওয়া হচ্ছে না যারা ভারতীয় নাগরিকদের প্রতি বঞ্চনা করা হচ্ছে। তার দাবি ইলেকট্রল বণ্ডের মাধ্যমে টাকা লেনদেনের কারণে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি হচ্ছে, আর তার সাথেই ওষুধের কালোবাজারি বাড়ছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জাল ঔষধ, স্যালাইন এর বরাত পাওয়ার পরও অসাধু ব্যবসায়ীরা ছাড় পেয়ে যাচ্ছে।




উপস্থিত প্রতিনিধিরা দাবি করেন, মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের কাজের সময়, নূন্যতম মজুরি সহ বিধিবদ্ধ কাজের নিয়মাবলি চালু করতে হবে। অনলাইনে ঔষধের দামে ছাড় দিয়ে গুণগত মান বজায় রাখছে না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
সম্মেলন মঞ্চ থেকে ২০ এপ্রিল ব্রিগেডে শ্রমিক কৃষক ঐক্যের সমাবেশে মেডিক্যাল রিপ্রেজেনটেটিরা উপস্থিত হওয়ার শপথ নেন। সম্মেলনে বিশেষভাবে উপস্থিত হয়ে নিজেদের কথা তুলে ধরেন রাজ্য নেতা সুদীপ ব্যানার্জি ,সঞ্জয় সান্যাল সহ আরো অনেকে ।
তারা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিদিন সদস্যদের জীবন জীবিকার উপর যে আক্রমণ হচ্ছে তা সংগঠিতভাবেই লড়াই আন্দোলনের মাধ্যমেই প্রতিহত করতে হবে। জানা গেছে এদিনের এই সম্মেলন মঞ্চ থেকে থেকে ১০ জনের কমিটি নির্বাচন হয়, যেখানে এদিন এই নির্বাচন থেকে ভৈরব সূত্রধর সম্পাদক ও প্রকাশ মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামীতে তাদের যে কর্মকাণ্ড রয়েছে সে সম্পর্কেও তারা নিজেদের মতামত স্পষ্ট করেছেন। একইভাবে ইতিমধ্যে কোন কোন বিষয়ে তারা সাফল্য লাভ করেছে তাও তাদের বক্তব্যে স্পষ্ট করেন নেত্রী স্থানীয়রা।