পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : এবার তৃতীয় দফায় জামুরিয়া এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে চলল দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ। গ্রীষ্মের দাপট ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, হালকা ঠান্ডা গরম এই আবহাওয়ার মধ্যেই এখন থেকেই জলের একটা অভাব দিকে দিকে স্পষ্ট হয়েছে। আর তারই মধ্যেই এবার পরিশুদ্ধ পানিয় জলের দাবিতে জামুড়িয়ায় একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে, স্থানীয় এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় দফায় দফায়। যেমন এদিন রবিবার জামুড়িয়া ৪ নং ওয়ার্ডের ব্যাংক পাড়ার মহিলারা নন্ডী রোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। পূর্বেই ৬ নং ওয়ার্ডের মন্ডলপুরের ছোটো বড়তলা এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। আর তার আগে বৃহস্পতিবার ৪ নং ওয়ার্ডের বাইপাস রোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে এরার পানীয় জল সমস্যার মোকাবেলার জন্য এই বিক্ষোভ আন্দোলন হয়নি । এবারও তৃতীয় দফায় পরিশুদ্ধ পানি জলের দাবিতে বিক্ষোভ হয় স্থানীয়দের।




বিক্ষোভকারীদের দাবি পিএইচপি সরবরাহ করা জল দুষিত, তা পানযোগ্য তো নয়ই এমনকি দা খেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ জল থেকে পোকা বের হচ্ছে। এই জল খেয়ে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তাই তারা অবিলম্বে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে, রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে বলেই দাবি করে। ব্যাঙ্ক পাড়ায় মহিলারা দাবি করে ঘটনাস্থলে বোর চেয়ারম্যান কে এসে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দিতে হবে। এদিনের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনা স্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ও বোরো চেয়ারম্যানের প্রতিনিধিরা। তারাও এই দুষিত জলের কথা স্বীকার করে নেন। এবং ট্র্যাঙ্কারের মাধ্যমে আপাতত জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।