বিয়েবাড়িতে ধুন্ধুমার, বরপক্ষের হামলায় মৃত্যু কনেবাড়ির কিশোরের ! গুলি করে খুনের অভিযোগ পরিবারের, ধৃত ৩
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Today ) বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে বরপক্ষের সঙ্গে কনে পক্ষের হাতাহাতি। ভাঙচুর করা হলো প্যান্ডেল সহ বিয়েবাড়ির বিভিন্ন সামগ্রীর। মৃত্যু হলো কনেপক্ষের আত্মীয় এক কিশোরের। ধুন্ধুমার এই কান্ডের জেরে বন্ধ হয়ে গেল বিয়ে। কিশোরকে গুলি করে খুন করা হয়েছে অভিযোগ কনেপক্ষের। শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (১৮)। মৃত কিশোর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বরযাত্রীদের তিনজনকে ।




জানা গেছে, শনিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ভ্যাম্বে কলোনিগে বেদ পরিবারে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। অনেক রাতে সেই বিয়ে বাড়িতে পশ্চিম বর্ধমান জেলার কুলটির বরাকর থেকে বরযাত্রী আসে। এর কিছুক্ষন পর বিয়ে বাড়ির ডান্স প্লাটফর্মে চলা গান পরিবর্তন করাকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। গান পরিবর্তন করতে রাজি হয়নি কনেবাড়ির লোকজনেরা। এরপরেই তা নিয়ে শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। ঠিক এই সময় কনে বাড়ির আত্মীয় আর্টিস্ট বেদকে টেনে হেঁচড়ে নিয়ে এসে বেধড়ক মারধর শুরু করে বরযাত্রীরা বলে অভিযোগ।
কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, আর্টিস্ট বেদ আমাদের আত্মীয়। সে বিয়ে বাড়িতে এসেছিল। বরযাত্রী আসার পর তার ওপর হামলা চালানো হয়। আমি শুনেছি তাকে গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি, যারা তাকে খুন করেছ। এই ঘটনার জন্য আমার মেয়ের বিয়েও বন্ধ হয়ে গেছে।
মৃত কিশোরের মামা অবিনাশ বেদ বলেন , বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি।
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, কোন গুলি চলার ঘটনা ঘটেনি। তবে বিয়ে বাড়িতে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কিশোরের ঠিক কি কারণে ঐ কিশোরের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জানা যাবেনা। তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে। এর পাশাপাশি ঠিক কি কারণে এই ঘটনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।