ASANSOL

হেলথওয়ার্ল্ড হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহব্যাপী কর্মসূচি

বেঙ্গল মিরর, আসানসোল : হেলথওয়ার্ল্ড হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম দিন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ঈপ্সিতা দত্তকে সম্বর্ধনা দেওয়া হয়। হেলথওয়ার্ল্ড হাসপাতালের চেয়ারম্যান ডক্টর অরুণাংশু গাঙ্গুলী জানান নারী পৃথিবীর এক অনন্য সৃষ্টি। সহজভাবে দেখলে সমাজ তথা জীবনের সৃষ্টি ও স্থিতির রূপকার এই নারী। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় তারা আজও অবহেলিত। “বিশ্ব নারী দিবস” হল তাঁদের এই অপরিমিত অবদানকে স্বীকৃতি দেওয়া ও কুর্নিশ জানানোর দিন।
আমরা একটি স্বাস্থ্য সংস্থা, যেখানে বিভিন্ন পর্যায়ে অসংখ্য দক্ষ নারী কুশলতার সাথে কর্মরত। আমরা এই বিশেষ দিনটি সাফল্যের সঙ্গে পালন করতে চাই এবং তার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, যা সপ্তাহব্যাপী চলবে।

যার মধ্যে উল্লেখযোগ্য:

> কৃতী মহিলাদের সম্মাননা প্রদান
> নারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু ব্যয়বহুল পরীক্ষায় বিশেষ ছাড়, যেমন: মেমোগ্রাফি
> অল্পবয়সী বালিকাদের জন্য বিনামূল্যে (HPV) ভ্যাকসিন প্রদান, যা ভবিষ্যতে জরায়ুর ক্যান্সার থেকে সুরক্ষা দেয়
> বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে খোলামেলা স্বাস্থ্য আলোচনা
এটি আমাদের প্রথমবারের উদ্যোগ, তবে ভবিষ্যতে আমরা এটিকে আরও বৃহত্তর সামাজিক মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *