একই দড়িতে গলায় ফাঁস নিয়ে যুগলের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দক্ষিণখন্ড গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় উদ্ধার হল যুগলের মৃতদেহ । নির্মাণীয়মান বাড়ি থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।
রবিবার বিকেলে দক্ষিণখন্ড গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় একটি নির্মাণীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় যুগলের মৃতদেহ । মৃতদের নাম রিনা বাউরী (২১) ও সৌমেন বাউর (২০) । বাড়ির ভিতর একই দড়িতে গলায় ফাঁস লাগা অবস্থায় দুজনকে অচৈতন্য অবস্থায় কে উদ্ধার করা হয় । চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।




স্থানীয় সূত্রে জানা যায় একই পাড়ার বাসিন্দা সৌমেন অবিবাহিত হলেও মৃত রিনা বিবাহিত । দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সম্পর্কের টানাপোড়েনের কারণেই দু’জন আত্মঘাতী হয়েছে বলে স্থানীয়দের ধারণা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । রিনার মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় । অন্যদিকে সৌমেনের দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা যায় । যুগলের আত্মহত্যার ঘটনাই এলাকায় নেমেছে শোকের ছায়া । দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ বলেন খুবই দুঃখজনক ঘটনা । সম্পর্কের টানাপোড়েনের কারণে এই ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু রয়েছে সে বিষয়ে অনন্ত বাবু বলেন পুলিশি তদন্তে বিষয়টি পরিষ্কার হবে ।