আসানসোল দক্ষিণ থানায় স্মারকলিপি নারীদের নিরাপত্তার দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দক্ষিণ থানায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মহিলাদের এক প্রতিনিধি দলের তরফে সোমবার একটি স্মারকলিপি দেওয়া হয় ।
এই প্রসঙ্গে আইনজীবি লতা পাতিল মোদক বলেন, কিছুদিন আগে বালুরঘাট মালদা ট্রেনে একজন মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটেছিলো। তিনি তার নিরাপত্তার জন্য আওয়াজ তুলেছিলেন। এখন প্রতিটি মহিলারই এইভাবে আওয়াজ তোলা উচিত। কারণ যেভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, তাতে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া মহিলাদের আর কোনও বিকল্প নেই। তিনি আরো বলেন, এদিন এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে সর্বত্র মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।



