PANDESWAR-ANDAL

অন্ডালে আবার ধস, ছড়ালো আতঙ্ক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : মঙ্গলবার অন্ডালের খাসকাজোরা এলাকায় আবার ঘটল ধসের ঘটনা । নতুন করে ছড়ালো আতঙ্ক । ধসের জায়গায় মাটি ভরাটের কাজ শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ ।
চলতি মাসের ৪ তারিখ অন্ডালের খাস কাজোরার  আজির বাগান এলাকায় ঘটেছিল ধসের ঘটনা । ক্ষতি হয়েছিল একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও একটি বসতবাড়ির ।‌ বসত বাড়িটির দেওয়াল ভাঙ্গার পাশাপাশি বেসরকারি স্কুলটির একাংশ বসে গিয়েছিল মাটির তলায় । মঙ্গলবার সকালে ওই এলাকায় আবার নতুন করে ধসের ফলে বসে যাই মাটির একাংশ । ক্ষতি হয় বেশ কয়েকটি নারকেল গাছের । একই জায়গাতে আবার ধসের ঘটনা ঘটায় এলাকায় ছড়িয়েছে নতুন করে আতঙ্ক ।

স্থানীয়দের অভিযোগ মাটির নিচে থেকে কয়লা উত্তোলনের পর সেই জায়গায় ঠিকমতো বালি ভরাট না করাই এলাকায় বারবার ধসের ঘটনা ঘটছে । বড় দুর্ঘটনা ঘটলে খনি সংস্থাকে এর দায় নিতে হবে বলে জানায় স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই ইসিএল এর আধিকারিকদের একটি দল । জেসিপি মেশিন এনে ধসের জায়গায় মাটি ভরাটের কাজ শুরু হয় । উপর থেকে মাটি ভরাট করা হলেও নিচে ফাঁকা রয়েছে, তাই যে কোনো সময় আবার একই ঘটনা ঘটতে পারে তাই আতঙ্কের মধ্যেই বসবাস করছি বলে জানাই স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *