চোরের খোঁজ করে রানীগঞ্জ থানা উদ্ধার করল চুরি যাওয়া সামগ্রী, নগদ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ থানা এলাকার ইস্ট কলেজ পাড়ায় অবস্থিত এক কালীমন্দিরে গত ৬ই মার্চ চুরির ঘটনা ঘটলে সেই চুরির খবর পেয়ে পুলিশ চোরের খোঁজ করে উদ্ধার করল চুরি যাওয়া সকল সামগ্রী নগদ অর্থ। ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই বাড়ি ও মন্দিরের মালিক বিশ্বরূপ বটব্যাল বাঁকুড়ায় এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৬ই মার্চ যান পরে শতই মার্চ বাড়ি ফিরে তিনি লক্ষ্য করেন তার বাড়ির সদর দরজার তালাভাঙ্গা পরে মন্দিরে ও ঘরের লক্ষ্য করে তিনি জানতে পারেন মায়ের গায়ের সকল গহনা ও বেশ কিছু মূল্যবান সামগ্রী সহ নগদ প্রায় ৭০ হাজার টাকা চুরি যায়।




পরে তিনি এ বিষয়ে রানীগঞ্জ থানায় খবর দিলে ৭ই মার্চ লিখিত অভিযোগ নেওয়ার পর রানীগঞ্জ থানার পুলিশ তৎপর হয়। এরপরই রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত এই ঘটনার তদন্তে বিশেষ একটি দল গঠন করে সমগ্র ঘটনার তদন্ত শুরু করে পরে পুলিশের বিশেষ নজরদারি দল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও পুলিশের বিশেষ ইন্টালিজেন্সি কে কাজে লাগিয়ে ৮ই মার্চ পুলিশ এই চুরির ঘটনায় যুক্ত থাকা বছর ২৫ এর ওই এলাকার বাসিন্দা বিকাশ শর্মা কে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আসানসোল জেলা আদালতে হাজির করা হলে পুলিশ কে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক ওই দুষ্কৃতীকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিলে পুলিশ ওই দুষ্কৃতকারীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দৃত ওই বিকাশ শর্মাকে সোমবার চুরির মাল সে কোথায় রেখেছে সে বিষয়ে খোঁজ দিতে বললে সে এলাকার ওই খয়ের বাঁধ সংলগ্ন অংশের জঙ্গলে নিয়ে গিয়ে তার চুরি করা সমস্ত সামগ্রী ও নগদ অর্থ জঙ্গলের মাঝে থেকে একটি পোটলায় মোড়া অবস্থায় পড়ে রয়েছে জঙ্গলের মাঝে সে বিষয়টি দেখিয়ে দেয়।
এরপরই পুলিশ সেই পোটলা খুলতেই তার মধ্যে থাকা বিভিন্ন অলংকার ও নগদ অর্থ উদ্ধার করে। জানা গেছে গৃত এই দুষ্কৃতী এর পূর্বে বিভিন্ন চুরির ঘটনায় যুক্ত ছিল পুলিশ তার সমস্ত পুরনো কেস ডায়েরী খতিয়ে দেখে সিসিটিভির ফুটেজ লক্ষ্য করে এই ব্যক্তি যে চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে তা ধারণা করেই পেয়ে যায় বড়সড় সফলতা।
এদিকে এই চুরির সামগ্রী আবারও পুনরুদ্ধার করে পুলিশ এই ঘটনার যে কিনারা করেছে তা লক্ষ্য করে স্বভাবতই খুশি জ্যোতিষান্ত্রিক বিশ্বরূপ বটব্যাল। তিনি এ বিষয়ে পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।