দোল ও হোলি উৎসব : আইনশৃঙ্খলা ঠিক রাখতে হিরাপুর থানার পিস কমিটির বৈঠক
বেঙ্গল মিরর বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ হিরাপুর থানা পিস কমিটি উদ্যোগে মঙ্গলবার সকালে হিরাপুর থানা চত্বরে দোল ও হোলি শান্তিপূর্ণ ভাবে করতে একটি বৈঠক হয়। এই বৈঠকে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই (হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, ওসি (হিরাপুর থানা) তন্ময় রায়, ওসি ( হিরাপুর ট্রাফিক গার্ড) প্রশান্ত মাজি, আসানসোল পুরনিগমের ৭ নং বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, আসানসোল পুরনিগমের বার্নপুর পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, প্রবোধ রায়, অভিক গোস্বামী, উৎপল সেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অনেকেই উপস্থিত ছিলেন।




এই বৈঠকে উপস্থিত পুলিশ আধিকারিকরা বলেন, দোল ও হোলির দিনে যাতে কোন ধরনের সমস্যা না হয় তারজন্য নিরাপত্তা সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ওয়ার্ড কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বার্তা দিয়ে বলেন, এই দুদিন যাতে এলাকায় এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, তা যেন তারা দেখেন। পুলিশ আধিকারিকরা ডিজের মতো সাউন্ড সিস্টেম যাতে ব্যবহার করা না হয়, তা জানিয়ে দেন। সাউন্ড সিস্টেম নির্দিষ্ট ডেসিবলের মধ্যে বাজাতে হবে। যে বা যারা রঙ খেলতে ইচ্ছুক না থাকেন, তাকে কোন অবস্থাতেই জোর করে রঙ দেওয়া না হয়। কুকুরের মতো কেন পশুর গায়ে কেউ রঙ না দেয়, তার দিকে সবাইকে নজর রাখতে হবে। রঙ খেলে বা মদ্যপ অবস্থায় কোন ধরনের গাড়ি চালাবেন না।
এসিপি ও সিআই বলেন, কোন এলাকায় কেউ কোন ধরনের গন্ডগোলের খবর পান সঙ্গে সঙ্গে হিরাপুর থানায় জানাবেন। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্সিলার ও জনপ্রতিনিধিরা বলেন, তারা এই দুদিন এলাকায় কড়া নজরদারি চালাবেন। সবরকম ভাবে তারা চেষ্টা করবেন যাতে এই দুদিন বার্নপুর এলাকায় শান্তি শৃঙ্খলা ঠিক থাকে। হিরাপুর থানার পুলিশের তরফে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন কাউন্সিলার ও জনপ্রতিনিধিরা।