রক্তদান শিবির সহ ফাঁড়িতে কোয়াটার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে আই.সি কোয়াটার ও মহিলা কনস্টেবলদের জন্য ব্যারাকের উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। সঙ্গে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।




তাছাড়া উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ করার, এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন,সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা সহ আরো অনেকে।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ধন্যবাদ জানান সালানপুর থানার আধিকারিক ও রূপনারায়পুর ফাঁড়ির ইনচার্জকে।তিনি বলেন উদ্যোগ নিয়ে মহিলা কনস্টেবলদের জন্য ব্যারাক ও আই.সি কোয়ার্টারে তৈরি করার জন্য।তাছাড়া তিনি বলেন রক্তদান হচ্ছে মহান দান,তাই সবার উচিত এগিয়ে এসে রক্তদান করা।