স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে খোলা মুখ খানিতে বিক্ষোভ, বন্ধ কাজ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : স্থানীয়দের নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে বেসরকারি খোলামুখ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল সমর্থক ও স্থানীয়দের একাংশ । বিক্ষোভকারীরা দলের কেউ নেই বলে তৃণমূলের দাবি । বুধবার পাণ্ডবেশ্বর এর জোয়ালভাঙ্গা বেসরকারি খোলামুখ (নাগরাকোন্দা “বি”) খনিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কংগ্রেসের একাংশ । বন্ধ করে দেওয়া হয় খনির সমস্ত কাজ । একাধিক দাবিতে এই দিনের বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা ।




মুক্তি বাউরী, তাপস মন্ডলরা বলেন খোলামুখ খনি তৈরির জন্য জমিদাতারা চাকরি পেলেও ভাগচাষি, ক্ষেত মজুররা বঞ্চিত হয়েছে । খনির কাজে স্থানীয়দের নিয়োগ না করে অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে এখানে কাজ করানো হচ্ছে । স্থানীয়দের কাজে নিয়োগ করার দাবীতেই আন্দোলন বলে জানান তারা । পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ কয়লা খনি হওয়ার ফলে এলাকায় বেড়েছে দূষণ । কয়লা পরিবহনের কারণে রাস্তাঘাটের বেহাল দশা, এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট । ব্লাস্টিং এর ফলে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে । আমরা চাই খনি কর্তৃপক্ষ এগুলির সমাধান করুক । পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য একটি কমিউনিটি হল, খেলার মাঠের সীমানা পাঁচিল ও রাস্তায় স্ট্রিট লাইট লাগানোর দাবিও জানান তারা । সকাল থেকে খনির কাজ বন্ধ রেখে চলছে বিক্ষোভ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান তারা ।
অন্যদিকে বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করার পাশাপাশি দলের পতাকা ব্যবহার করাই তৈরি হয়েছে বিতর্ক । শাসক দলের নেতা প্রদীপ মন্ডল বলেন স্থানীয়দের সমস্যা দাবি দেওয়ার সমাধান করার জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ১০ জনের একটি কমিটি করে দিয়েছেন । এদিনের বিক্ষোভ বা দলীয় পতাকা ব্যবহার করা বিষয়ে দলীয় নেতৃত্ব বা কমিটির সদস্যদের কেউ কিছু জানায়নি । ব্যক্তি স্বার্থে দলীয় পতাকা ব্যবহার করা হচ্ছে । এতে দলের ভাব মূর্তির ক্ষতি হবে । বিষয়টি বিধায়ককে জানানো হবে বলে জানান প্রদীপবাবু ।