জলের দুটি ট্যাঙ্কার পেল পঞ্চায়েত সমিতি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দুটি জলের ট্যাঙ্কার উপহার পেল অন্ডাল পঞ্চায়েত সমিতি । সিএসআর প্রকল্পে ইসিএলের কাজোরা এরিয়ার পক্ষ থেকে ট্যাঙ্কার দুটি উপহার দেওয়া হয় । বৃহস্পতিবার অন্ডাল বিডিও অফিসে নতুন ট্যাঙ্কার গাড়ি দুটির চাবি বিডিওর হাতে তুলে দেন কাজোরা এরিয়ার জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার । তিনি বলেন কাজোরার বেশ কিছু এলাকায় জলের সমস্যা রয়েছে । প্রতিবছর গ্রীষ্মকালে ট্যাঙ্কারে করে জল পাঠিয়ে থাকি আমরা । সমস্যার স্থায়ী সমাধানের জন্য ট্যাঙ্কার দুটি দেওয়া হল বলে জানান তিনি ।




অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন এদিনই ট্যাঙ্কার দুটি কাজোরা পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়েছে । কাজোরা এলাকায় জল সরবরাহের জন্য তারা এগুলি ব্যবহার করবে । কাজোরা পঞ্চায়েতের প্রধান মনীষা শর্মা বলেন গ্রীষ্মের সময় জল পৌঁছানোর জন্য ট্যাঙ্কার ভাড়া করতে হয়, ট্যাঙ্কার দুটি পাওয়াই এবার তা করতে হবে না, এতে পঞ্চায়েতের আর্থিক সাশ্রয়েও হবে বলে জানান তিনি ।