ASANSOL

দোলে মাতোয়ারা শিল্পাঞ্চল : আসানসোল উড়ান” র অগ্নি উৎসবে সামিল ৭ থেকে ৭০

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) দোলের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে রঙের উৎসবে মাতলো আসানসোল শহর তথা গোটা আসার শিল্পাঞ্চল। এদিন সকাল থেকেই দোকানে দোকানের রঙ কেনার ভিড় ছিলো চোখে পড়ার মতো। ছোটদের নজর ছিলো হরেকরকমের পিচকারির দিকে।
এদিন সন্ধ্যে হতেই বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় নেড়াপোড়া। হয় চাঁচর উৎসবও। আয়োজন ছিলো হোলিকা দহনেরও।
আসানসোল আদালত সংলগ্ন স্পন্দন পার্কে বিগত বছরগুলোর মতো এবছরের দোলকে সামনে রেখে এদিন সন্ধ্যায় আয়োজন করা হয় ” অগ্নি উৎসব ” র। এর উদ্যোক্তা সাংস্কৃতিক গোষ্ঠী ” আসানসোল উড়ান ‘। এতে সামিল হয়েছিলেন ৭ থেকে ৭০ বয়সের মানুষেরা। হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।


প্রসঙ্গতঃ, প্রতি প্রতি বছরই দোলের আগের দিন নেড়াপোড়া উৎসব পালিত হয়। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হল নেড়াপোড়া।নেড়াপোড়া উৎসবের পরের দিন দোল উৎসব। নানা ধরনের শুকনো পাতা, খড়, কাঠকুটো, খেজুর গাছের পাতা, নারকেল গাছের পাতা প্রভৃতি দিয়ে একটা পুতুলের রূপকল্প তৈরি করে জ্বালানো হয় এ দিন সন্ধ্যায়।
এর আর এক নাম হলো ” চাঁচর উৎসব”। এই উৎসবে মেড়াবুড়ির ঘর পোড়ানো হয় দোলযাত্রার আগের দিন। ফাল্গুনী শুক্লা চতুর্দশীতে বাংলা ও ওড়িশায় অনুষ্ঠিত হয় আরো একটি উৎসব। যার নাম ” বহ্নুৎসব ” । উত্তর ও পশ্চিম ভারতে এই উৎসবটি ” হোলিকা দহন” নামে  পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *