ASANSOL

বিজেপি আসানসোল জেলার সভাপতি হলেন দেবতনু ভট্টাচার্য

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়: ( Asansol Bjp News) দোলের দিন পশ্চিমবঙ্গে জেলা স্তরে সাংগঠনিক সভাপতিদের  পরিবর্তন করা হলো। এই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে । এদিন রাজ্য বিজেপির ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।  আসানসোল সাংগঠনিক জেলার সভাপতির পেয়েছেন দেবতনু ভট্টাচার্য।  দেবতনু ভট্টাচার্য বিজেপিতে বিভিন্ন পদে  রয়েছেন। গত লোকসভা নির্বাচনে বীরভূম থেকে প্রার্থীও হয়েছিলেন।  ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে তার কাঁধে বড় দায়িত্ব রয়েছে।  সাম্প্রতিক বছরগুলিতে, জেলায় নির্বাচনে বিজেপিকে হারের মুখে পড়তে হয়েছে।  এমতাবস্থায় সংগঠনকে নতুন করে শক্তিশালী করার বড় দায়িত্ব তার।




বর্তমানে রাজ্য কমিটির সদস্য। তার মা প্রয়াত কৃষ্ণা ভট্টাচার্য বিজেপির রাজ্য নেতা ছিলেন। বাম আমলে বহু লড়াই আন্দোলন করেছিলেন কৃষ্ণা। তার ছেলে দেবতনু আর এস এস অর্থাৎ সংঘের সদস্য ছিলেন ছোট বেলা থেকেই। হিন্দু জাগরন মঞ্চের নেতা ছিলেন দেবতনু। পারিবারিক কারণে তিনি আর এস এস ও পরে বিজেপির সঙ্গে দল করা শুরু করেন।
বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যাওয়ার পর রাজনৈতিক ফলাফল খারাপ হওয়া শুরু হয়েছে আসানসোলে। বাবুল থাকাকালীনই বিজেপির নেতাদের মধ্যে দন্ধও বেরে যায় অনেকাংশে। সবাই নিজের নিজের বিধান সভা দেখতেই ব্যস্ত, দলের সভাপতিকে কার্যত পাত্তা সেভাবে বড় মাপের নেতারা কেওই দিচ্ছিল না। তাদের দেখা দেখি গ্রাস রুটের কর্মীরাও গোষ্ঠীকোন্দলের শিকার হয়।


সব নেতৃত্ব যার কথা শুনে চলবে এক ছত্র ছায়ায় থাকবে সেই রকম সভাপতি খুঁজচ্ছিল বিজেপি নেতৃত্ব। শেষমেশ জোন কো- কনভেনার দেবতনু ভট্টাচার্যকে জেলা সভাপতির দায়িত্ব দিল বিজেপি। যদিও বা রাজ্যের অনেকের আপত্তি ছিল, কিন্তু কেন্দ্রীয় কমিটি ২০২৬ এর আগে কোন রকম দন্ধকে বরদাস্ত করবে না। তাই কেন্দ্রীয় নেতৃত্ব দেবতনু কে সভাপতি করেন।।
এখন দেখার ২০২৬ সালে আসানসোল সাংগঠনিক জেলার বিধান সভায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *