পাথর বোঝায় লরির ডিভাইডারে ও বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, পাণ্ডবেশ্বর:- ফের জাতীয় সড়কে দুর্ঘটনা,অল্পের জন্য প্রাণে বাঁচলো চালক।
পাণ্ডবেশ্বর এর ৬০ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনার প্রবণতা নিয়মিত বেড়েই চলেছে। ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর যেভাবে গবাদিপশুর অবাধ বিচরণ তাতে নিত্যদিন কোন না কোন ছোটখাট দুর্ঘটনা ঘটেই থাকে। শনিবারের সাত সকালে হোলির দিন ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার একটি ১২ চাকা পাথর বোঝায় লরি ।সৌভাগ্যবশত প্রাণে বাচলো চালক ও খালাসি।




শনিবার ভোর পাঁচটা নাগাদ একটি পাথর বোঝায় ১২ চাকা লরি বীরভূম দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিলো আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা । দুর্ঘটনা তীব্রতা এতটাই ছিল যে লরিটিরসামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় লরিটি বীরভূমের দিক থেকে রানীগঞ্জের দিকে আসার সময় প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাণ্ডবেশ্বরের ডিভিসি মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে একাধিক ডিভাইডারে ধাক্কা মারে ও পরে একটা বৈদ্যুতিক খুঁটিতেও ধাক্কা মারে । ঘটনায় লড়িটির সামনের অংশ একেবারে দোমড়ে মুছড়ে যায়। সৌভাগ্যবশত বেঁচে যায় লরির চালক ও খালাসি ।লরির চালক অল্প বিস্তর চোট পায় বলে জানা গিয়েছে ।
শনিবার ভোর পাঁচটা নাগাদ এই ঘটনা হওয়ায় বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্থানীয়রা। কেননা এই এলাকাটিতে একেবারে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি দোকান। এছাড়াও রয়েছে পেট্রোল পাম্প প্রত্যেকদিন এই রাস্তায় বহু মানুষ যাতায়াত করেন। একটু বেলার দিকে এই দুর্ঘটনা ঘটলে বড়সড় আকার নিতে পারতো। তবে পাণ্ডবেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কে বারংবার এই দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।