আসানসোল জেলা হাসপাতালে রাস্তা ও মিনি মাস্ট লাইট উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক তহবিল থেকে নির্মিত রাস্তা এবং মিনি মাস্ট লাইটের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।




অন্যদিকে, এদিন আসানসোল পুরনিগমের ৯৯ নম্বর ওয়ার্ডের মিঠানিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ফান্ডে প্রায় ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের আইন ও মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় , আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিঠানি থেকে বড়তোড়িয়া পর্যন্ত হওয়া এই রাস্তা তৈরি করতে ৫৯ লক্ষ টাকা ব্যয় করা হবে।