RANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : হোলি উৎসবের শেষে, সকলে যখন দিনভর হোলি খেলায় মত্ত হয়ে রাত্রে গভীর ঘুমে নিমগ্ন, ঠিক তখনই আসানসোলের, জামুড়িয়ায় কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার গভীর রাতে একটা নাগাদ লাগে এই আগুন। সকাল পর্যন্ত সেই আগুন ধিক ধিক করে জ্বলছে। জানা গেছে এই ভয়াবহ আগুন নেভাতে আসানসোল ও রানীগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইভাবে স্থানীয় কারখানার থেকে ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তবে এদিন দমকল বিভাগ যতক্ষণে আগুন নিয়ন্ত্রণ করতে আসে ততক্ষণে কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কয়েক মুহূর্তে এই লেলিহান আগুনে লক্ষাধিক টাকার সামগ্রীর পুড়ে ছাই হয়ে যায়।

রাত্রে আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে তিনতলা পর্যন্ত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন চারিদিকে যেন ছড়িয়ে না যায়, সেজন্য দমকল বিভাগের তিনটে ইঞ্জিন অনবরত প্রচেষ্টা চালিয়ে আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন জামুরিয়াতে একটা দমকল স্টেশন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা না হওয়ায় এই রকম সমস্যা রয়ে যাচ্ছে জামুড়িয়ায়। এইরকম ঘটনা এর আগেও দেখা গেছে দমকল বিভাগ আগুন নেভানোর জন্য আসার আগেই আগুনের লেলিয়ান শিখা গোটা এলাকা ছড়িয়ে পড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবারও পুড়ে ছাই হয় ওই কাপড় দোকানের লক্ষ টাকার সামগ্রী। কি কারনে এই আগুন লাগল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 মেয়র, কাউন্সিল সদস্য সুব্রত অধিকারী, বরো চেয়ারম্যান শেখ শানদার, , থানার ইনচার্জ সোমেন্দ্র সিং ঠাকুর, সমাজসেবক অজয় খৈতান সহ বিপুল সংখ্যক মানুষ সারা রাত ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।  বিধায়ক হরে রাম সিং, প্রাক্তন মেয়র কাউন্সিল সদস্য পূর্ণ শশী রাই, যুব নেতা প্রেমপাল সিং ঘটনাস্থলে পৌঁছন গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *