ASANSOL

আসানসোলে থানায় বিক্ষোভ আদিবাসীদের

নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্তদের গ্রেফতার ও নিরাপত্তার দাবি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা তাদের ঐতিহ্যবাহী অস্ত্র হাতে নিয়ে রবিবার আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখান। আসানসোলেটলর করণ ধাওড়া এলাকায় এক আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা এই বিক্ষোভ দেখান। তারা “আমরা ন্যায়বিচার চাই” স্লোগান দেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের রক্ষা করার অভিযোগ তোলেন।


এদিন প্রতিবাদকারী মহিলারা বলেন, চারজন যুবক একটি আদিবাসী মেয়েকে যৌন নির্যাতন করেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি দুজন এখনও পলাতক। এর বিরুদ্ধে, আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আসানসোল উত্তর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। তারা আরো বলেন যে আদিবাসী সম্প্রদায়ের লোকদের উপর এইভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমরা এই মামলার সকল অভিযুক্তকে গ্রেফতার করে তাদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি। এই মহিলারা বলেন, পুলিশ প্রশাসন আদিবাসী সমাজের নারী ও মেয়েদের নিরাপত্তা দিতে না পারছে না , সেই কারণেই সমাজের মহিলারা নিজেরাই অস্ত্র তুলে নিয়েছেন।
পুলিশ জানায়, এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *