PANDESWAR-ANDAL

পতঞ্জলি যোগ সমিতির বাৎসরিক জেলা সম্মেলন হল উখড়াতে

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পতঞ্জলি যোগ সমিতির বাৎসরিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উখরাতে । সোমবার সম্মেলনটি আয়োজিত হয় উখড়া বাজার সংলগ্ন মোদি কল্যাণ সমিতি ভবনে । উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সভাপতি জয়ন্ত দাস, জেলা সভাপতি অরুন সেন, ব্লক সভাপতি কালিদাস মন্ডল সহ সংগঠনের পদাধিকারীক, যোগ প্রশিক্ষক ও সদস্যরা ।


প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা হয় । সম্মেলন এর অন্তিম পর্বে ঘোষণা করা হয় নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নাম । পতঞ্জলি যোগ সমিতির রাজ্য সভাপতি জয়ন্ত দাস বলেন শরীর সুস্থ ও রোগ মুক্তির জন্য যোগ চর্চা বিশেষ কার্যকর । গোটা বিশ্বে আজ এটা স্বীকৃত । আরও বেশি সংখ্যক মানুষকে আমরা এর সাথে যুক্ত করতে চাই । এর জন্য প্রয়োজন সক্রিয় সংগঠন । সেই লক্ষ্যে পৌঁছাতেই জেলা সম্মেলনের আয়োজন বলে জানান তিনি । অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *