PANDESWAR-ANDAL

কিশোরীর মৃত্যুতে ভাঙচুর, রণক্ষেত্র হাসপাতাল, গ্রেপ্তার ১০ জন

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল । চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালায় মৃত কিশোরীর আত্মীয় পরিজনেরা বলে অভিযোগ । পাণ্ডবেশ্বর এর একটি বেসরকারি হাসপাতালের ঘটনা ।
সোমবার রাতে পাণ্ডবেশ্বরের জাতীয় সড়ক এর পাশে একটি বেসরকারি হাসপাতালে ঘটে ভাঙচুরের ঘটনা । খবর সূত্রে জানা যায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যাই জানবি কুমারী (১৬) নামে এক কিশোরী । চিকিৎসায় গাফিলতির অভিযোগে কিশোরীর মৃত্যু হয় বলে অভিযোগে সরব হয় তার আত্মীয় পরিজনেরা । ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালে জড়ো হয় আরও লোকজন । শুরু হয় ভাঙচুর । হাসপাতাল জুড়ে ভাঙচুর চালায় তারা । রক্ষা পায়নি হাসপাতালে থাকা দামি যন্ত্রপাতিও ।

পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকার বাসিন্দা মৃত কিশোরীর বাবা জিতেন্দ্র সাহু বলেন সোমবার সন্ধ্যা বেলায় শ্বাসকষ্টের সমস্যার জন্য মেয়েকে হাসপাতালে নিয়ে আসি । মিনিট দশ পনেরোর মধ্যেই মেয়ের মৃত্যু হয় । চিকিৎসক গাফিলতির কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি । অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয় হাসপাতালে তরফ থেকে । হাসপাতালের আধিকারিক বলেন ওই কিশোরীকে বাড়ির লোকজন সকালে হাসপাতালে নিয়ে এসেছিল । বিকেল বেলায় বাড়ির লোকজন কিশোরীকে বাড়ি নিয়ে যেতে চাই বলে জানাই তার অভিভাবকেরা । কিন্তু তখনো পুরোপুরি সুস্থ হয়নি কিশোরী ।

অভিভাবকদের সেকথা জানানো হলেও তারা নিজেদের ইচ্ছায় কিশোরীকে বাড়ি নিয়ে যায় । বাড়িতে অবস্থার আরও অবনতি হলে সংকটজনক অবস্থায় সন্ধ্যেবেলায় ফের ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে তারা । তখন নতুন করে চিকিৎসা শুরু করা হয় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিশোরীর মারা যায় । চিকিৎসায় কোন গাফিলতি হয়নি বলে দাবি করেন তিনি । ভাঙচুরের ঘটনায় থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাসপাতালের পক্ষ থেকে । পুলিশ সূত্রে জানা যায় ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে চিহ্নিত করে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে বলে জানান থানার এক আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *