দুর্গাপুরে বেপরোয়া টোটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায় : ( Durgapur Accident News ) বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মঙ্গলবার সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। এলাকার ক্ষুব্ধ বাসিন্দা বেপরোয়া টোটো চলাচলে নিয়ন্ত্রণ ও মৃত সাইকেল আরোহীর পরিবারের আর্থিক ক্ষতি পূরণের দাবিতে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী (৩৮)। তিনি পেশায় দুধ বিক্রেতা।




জানা গেছে, দুর্গাপুর থানার ধুনরা প্লটের বাসিন্দা তরুণ অধিকারী মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে বেরিয়েছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। তাতে তিনি সাইকেল নিয়ে রাস্তার পাশে নিকাশি নর্দমার ভেতর পড়ে যায়। তা দেখে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। তারা টোটো সহ চালককে ধরে ফেলেন। তাকে এলাকার একটি ক্লাবে বসিয়ে রাখা হয়। কিন্তু এলাকার বাসিন্দারা যখন সাইকেল আরোহীকে নর্দমায় তুলতে ব্যস্ত, সেই সুযোগ বুঝে পালিয়ে যায় টোটো চালক। এরপর তরুণবাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পুলিশ আসে। তারা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেন। তাতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কোনমতে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ জানায়, টোটোটি আটক করা হয়েছে। টোটো চালকের খোঁজ করা হচ্ছে।