ASANSOL

বারাবনিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, জখম তিন

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Latest News ) আসানসোলের বারাবনি থানা এলাকায় দুটি মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ঘটে এই দুটি পথ দূর্ঘটনা। একটি ঘটনায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় মোটরবাইক চালক ও এক আরোহীর। অন্য একটি ঘটনায় জখম হন মোটরবাইক চালক সহ তিনজন। মৃত দুজনের নাম হলো আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের শ্যামডিহির নেহাল রায় (৬১) ও আসানসোল উত্তর থানার গাড়ুইয়ের বলরাম ঘোষ (৩২)। দুজনের মৃত্যু হওয়া ঘটনাটি ঘটেছে বারাবনি থানার বালিয়াপুরের কাছে। মোটরসাইকেলে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন বাইক আরোহীর মৃত্যু হলো ঘটনায় জানা গেছে, এদিন বিকেলে আসানসোলের গাড়ুই থেকে নেহাল রায় ও বলরাম ঘোষ মোটরবাইকে  গৌরান্ডি হোসেনপুর যাচ্ছিলেন বিয়ের সম্বন্ধ করতে। বারাবনির বালিয়াপুরের কাছে তাদের মোটরবাইকের সামনে হঠাৎই চলে আসে একটি পিকআপ ভ্যান। সেই ভ্যানের সঙ্গে ঐ মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরবাইক সহ দুজন পিকআপ ভ্যানের তলায় চাপা পড়ে যায়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারাবনি ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে। দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আসানসোলজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে মৃত দুজনের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।


অন্যদিকে, এদিন বিকেলে বারাবনি থানার বারাবনি গ্রাম পঞ্চায়েতের জয়রাম ডাঙ্গা ফুটবল গ্রাউন্ডের কাছে ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে একটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইকে থাকা চালক সহ তিনজন আহত হন।
জানা গেছে, বছর ১৮ ও ২০ বয়সের তিনজন মোটরবাইকে করে ক্রিকেট খেলতে আসানসোলের কাল্লায় যাচ্ছিলো। অন্যদিকে, সেই সময় ইট বোঝাই একটি ট্রাক্টর আসছিলো। জয়রাম ডাঙ্গা ফুটবল গ্রাউন্ডের কাছে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঐ মোটরবাইকের। তাতে তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা বারাবনি থানায় খবর দেন। এলাকায় পুলিশ আসে। মোটরবাইকটি ট্রাক্টরের ধাক্কায় একেবারে দুমড়েমুচড়ে যায়। ইট বোঝাই ট্রাক্টরটি পাশে একটি গর্তর মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়। আহত মোটরবাইকের তিনজনই বারাবনির নপাড়া গ্রামের বাসিন্দা। তাদের নাম হলো সৌমেন বাউরি, রানা ভান্ডারি ও রাহুল পাতর। স্থানীয় হাসপাতালে তিনজনের চিকিৎসা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *