আসানসোল পুরনিগমের ৩৩৯ কোটি টাকার বাজেট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Asansol Municiapl Corporation Budget ) আসানসোল পুরনিগমের ৩৩৯ কোটি টাকার বাজেট মঙ্গলবার পেশ করলেন মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল পুরনিগমের হলে এদিন পুর কাউন্সিলারদের মাসিক বোর্ড বৈঠক হয়। এই বৈঠকে ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য ৩৩৯ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। বৈঠক দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্য মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।




মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগম এলাকার ১০৬ টি ওয়ার্ডের সর্বাঙ্গীণ উন্নয়নের কথা মাথায় রেখে বাজেটে অনেক প্রস্তাব নেওয়া হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনগণের সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের বাজেট তৈরি করেন, সেইভাবে আসানসোল পুরনিগম এলাকার মানুষদের জন্যও বাজেট তৈরি করা হয়েছে।
সবেমাত্র গ্রীষ্মকাল পড়েছে। এরই মধ্যে অনেক ওয়ার্ডে পানীয়জলের সমস্যা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, জামুরিয়ার দরবারডাঙ্গা এলাকায় মানুষ বিশুদ্ধ পানীয়জল পাচ্ছেন না। এনিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। মেয়র বলেন, আসানসোল পুরনিগমের পাশাপাশি পরিশ্রুত পানীয়জল সরবরাহের জন্য জেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে। প্রয়োজন মতো বিশুদ্ধ পানীয়জল সরবরাহ করতে আসানসোল মাইনস্ বোর্ড অব হেলথের সহায়তাও নেওয়া হবে।