বন্ধ জল সরবরাহ প্রতিবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের একাংশের
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : দুদিন ধরে জল আসছে না কলে । প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হল বাসিন্দাদের একাংশ । মঙ্গলবার খান্দরা গ্রামের ঘটনা । ট্যাঙ্কার সংস্কারের কারণে জল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান ।
অন্যান্য জায়গার মতো অন্ডাল ব্লকের খান্দরা পঞ্চায়েত এলাকাতেও পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর । গত দুদিন ধরে খান্দরা গ্রামের অধিকাংশ এলাকাতে জল আসছে না বলে অভিযোগ বাসিন্দাদের । বেশি সমস্যা দেখা দিয়েছে ধীবর পাড়া, বাধ্যকর পাড়া, লয়া পাড়া সহ গ্রামের নিচের এলাকা গুলোতে ।




দ্রুত সমস্যার সমাধানের দাবীতে মঙ্গলবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দাদের একাংশ । অবরোধ করা হয় অন্ডাল উখড়া রোডের খান্দরা বটতলা মোড়ে । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । অবরোধ তুলে নিতে অনুরোধ করলে পুলিশের সাথে বছর সাইজ লড়াই বিক্ষোভকারীরা । খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য বলেন শীতলপুরে রয়েছে মূল ট্যাঙ্কার । ওই ট্যাঙ্কার থেকে ফলের মাধ্যমে গ্রামে জল আসে । ট্যাঙ্কার টির সংস্কারের কাজ চলছে । সেই কারণে গত দুদিন জল আসেনি কলে । শীঘ্রই জল সরবরাহ শুরু হবে বলে জানান তিনি ।