আসানসোলে মহকুমাশাসকের কার্যালয়ে তিন বিধানসভার সর্বদলীয় বৈঠক.
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* ভোটার তালিকা নিয়ে আরও বা রিটার্নিং অফিসার পর্যায়ে সর্বদলীয় বৈঠক করা হয়েছে আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে।
এবার মঙ্গলবার আসানসোলের মহকুমাশাসকের ( সদর) কার্যালয়ের কনফারেন্স হলে এআরও বা এ্যাসিসটেন্ট রিটার্নিং অফিসার পর্যায়ে বৈঠক করা হলো। এদিনের এই বৈঠকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটি বিধানসভার বৈঠক হয়।




আসানসোলে হওয়া এই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, এদিন এআরও পর্যায়ে আসানসোল মহকুমার সব বিধানসভার ভোটার তালিকা নিয়ে বৈঠক করা হয়েছে। ৬ জানুয়ারির পরে ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিছু কথা বলেছেন। কমিশনের কথা এআরওরা জানিয়েছেন।