বিডিওকে সিপিএম, বিজেপির দালাল বললেন পঞ্চায়েত প্রধান, বিতর্ক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সিপিএম, বিজেপির হয়ে দালালি করছেন বলে বিডিওকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান । জবাবে বিডিও বলেন সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে । ব্যক্তিগত আক্রমণের জবাবে তিনি বলেন নো কমেন্ট ।
সরকারি পদে থাকা আমলা ও আধিকারিকদের একাংশের বিরুদ্ধে বরাবরই সবর বিরোধীরা । এরা শাসকদলের অঙ্গুলি হেলনি কাজ করেন বলে অভিযোগ প্রায় শোনা যায় বিরোধীদের মুখে । এবার একই কথা শোনা গেল শাসকদলের এক পঞ্চায়েত প্রধানের মুখেও ।




বিডিওর বিরুদ্ধে সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানে পক্ষপাতিত্ব, বিরোধীদের হয়ে কাজ করার অভিযোগে বুধবার অন্ডাল ব্লক অফিসে বিডিওর কার্যালয়ের বাইরে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় মদনপুর পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা । বেলা এগারোটা থেকে ধর্না শুরু হয়, চলে একটা পর্যন্ত । পঞ্চায়েত প্রধান তথা যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেওয়াসি বলেন মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প রয়েছে । প্রতিটি মানুষ যাতে তাদের প্রয়োজন মতো প্রকল্পের সুবিধা পান সেই ব্যাপারটি নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু মদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে । ২০২২ সালের তালিকা অনুযায়ী প্রায় ২৮০০ জনের এখনো বার্ধক্য ভাতা চালু হয়নি । “জল স্বপ্ন” প্রকল্পে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ এখনো শেষ হয়নি, মদনপুর এলাকায় । পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছে । কিন্তু সেগুলি সংস্কার করা হয়নি । ফলে রাস্তা গুলি বিপদজনক হয়ে উঠেছে ।
“বাংলা আবাস” যোজনার উপভোক্তাদের তালিকা সঠিকভাবে করা হয়নি বলেও অভিযোগ করেন পার্থবাবু । বলেন এই তালিকা তৈরির দায়িত্বে যেসব আধিকারিকেরা ছিলেন তারা চূড়ান্ত তালিকা তৈরিতে পক্ষপাতিত্ব করেছেন । বিরোধী দলের সমর্থকদের নাম থাকলেও বেছে বেছে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তৃণমূল সমর্থকদের নাম । পাশাপাশি তিনি বলেন গোটা রাজ্যে পুরোহিত ভাতা চালু হয়েছে । অন্যান্য জায়গার পুরোহিতরা সেই ভাতা পাচ্ছেন । কিন্তু আবেদন করেও আজ পর্যন্ত এলাকার ৪০০ জন পুরোহিতের ভাতা চালু হয়নি । সবকিছু বিডিও কে জানানো সত্ত্বেও তিনি এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগে সরব পার্থবাবু । এরপরই বিডিওকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন তিনি । বলেন অন্ডালের বিডিও বিরোধীদের হয়ে কাজ করছেন, সিপিএম, বিজেপির হয়ে দালালি করছেন তিনি ।
অভিযোগ প্রসঙ্গে অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন সরকারি নিয়ম মেনে সব কাজ হচ্ছে । তিনি বলেন পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন । বিরোধীদের হয়ে দালালি করার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ের কিছু বলবো না, নো কমেন্ট । শাসক দলের পঞ্চায়েত প্রধানের অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা লক্ষণ ঘুড়ুই বলেন সরকারি আমলারা বেশিরভাগই দলদাস তাদের নিয়োগ করে শাসক দল । তাই তৃণমূলের প্রধান বিষয়টি না জেনে এরকম মন্তব্য করছেন । বলেন এই আক্রমণের পেছনে আছে অন্য ঘটনা । স্থানীয়স্তরে ভাগ বটোরা নিয়ে মনোমালিন্যের কারণেই এই সংঘাত বলে জানান লক্ষণ বাবু ।