আসানসোলে মিছিল ও থানায় বিক্ষোভ, কুলটি, সালানপুুর ও বারাবনিতে বিজেপির রাস্তা অবরোধ
বারুইপুরে বিরোধী দলনেতাকে হেনস্তার প্রতিবাদ
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, রাজা বন্দোপাধ্যায় ও মনোজ শর্মাঃ ( Asansol News Today ) দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বাংলার অন্য জায়গার পাশাপাশি আসানসোল মহকুমায় রাস্তা নেমে সরব হলো বিজেপি।
এদিন, বিজেপির আসানসোল উত্তর মন্তল ২ র পক্ষ থেকে থেকে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করা হয়। বিজেপি মণ্ডল ২ র বিজেপি নেতা ও কর্মীরা জিটি রোডের আসানসোল বাজার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করেন। মন্ডল সভাপতি সুদীপ চৌধুরীর নেতৃত্বে হওয়া এই মিছিল থেকে তৃণমূল কংগ্রেস ও সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। জিটি রোড হয়ে সেই মিছিল আসানসোল দক্ষিণ থানার সামনে আসে। সেখানে থানা ঘেরাও করার পাশাপাশি জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।




এই উপলক্ষে বিজেপি নেতা সুদীপ চৌধুরী বলেন, বুধবার বারুইপুরে যেভাবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের অফিসে হামলা করা হয়েছে, তারই প্রতিবাদে এদিন আসানসোল উত্তর বিজেপি মণ্ডল ২ র তরফে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করা হচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চান যে, যদি বিজেপি নেতাদের উপর এই ধরনের হামলা বন্ধ না করা হয়, তাহলে আগামী সময়ে বিজেপি আরও বড় আকারে প্রতিবাদ করবে। তিনি স্পষ্টভাবে বলেন যে, পুলিশ প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত। বিজেপি নিজস্ব স্তরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের মোকাবিলা করবে।
অন্যদিকে, একই সাথে এদিন বারাবনি বিধানসভার দোমোহানি বাজার হাট তলায় বিজেপির পক্ষ থেকে বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপরে হেনস্তার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে বারাবনি মন্ডল ১ ও ২ র কর্মী ও সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন অরিজিৎ রায়, পিন্টু সাধু, উজ্জ্বল ধীবর, মনু রায়, সুচন্দ্র রায় ও প্রবীর পান্ডে।
এদিকে, বারুইপুরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে এদিন, বিজেপি কুলটি মন্ডল ২ ক একটি প্রতিবাদ মিছিল বার করে এবং নিউ রোডে রাস্তা অবরোধও করে। এই আন্দোলনে বিপুল সংখ্যায় বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। যারা শুভেন্দু অধিকারীর উপর হামলার তীব্র নিন্দা জানান।
মন্ডল সভাপতি মনমোহন রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তা কখনই সহ্য করা যাবে না। তিনি বলেন, গতকাল বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল এখানে কতটা আতঙ্কিত হয়ে পড়েছে। এদিন এর বিরুদ্ধে রাস্তা অবরোধ করা হচ্ছে। ভবিষ্যতেও শুভেন্দু অধিকারীর উপর কোন ধরনের হামলা চালানো হলে, তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করা হবে।
একইভাবে, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কদের উপর তৃণমূলের গুন্ডাবাহিনীর আক্রমণের প্রতিবাদে বারাবনি মন্ডল ৪ র পক্ষ থেকে সালানপুরের দেন্দুয়া মোড়ে বিক্ষোভে দেখানো হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায়। রাস্তায় আগুন জ্বালানো হয়। করা হয় রাস্তা অবরোধও।