আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারি নির্বাচিত হলেন বানী কুমার মন্ডল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ( Asansol Bar Election 2025 ) আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিযোগিতা রয়েছে, তবে বানী কুমার মন্ডল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন এটা বলা যায়। তিনি টানা নবমবারের জন্য সচিব নির্বাচিত হবেন। বুধবার, এই তালিকাটি জেলা বার অ্যাসোসিয়েশনের মুখ্য নির্বাচন কমিশনার অজয় কুমার ব্যানার্জি প্রকাশ করেছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট রাজেশ কুমার তিওয়ারি ওরফে বান্টির সঙ্গে অয়ন রঞ্জন মুখোপাধ্যায়ের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।




কোন পদে কোন প্রার্থী আছেন সেটি জানতে পড়ুন তালিকা
প্রেসিডেন্ট: অয়ন রঞ্জন মুখোপাধ্যায় V/S রাজেশ তিওয়ারি (বান্টি)
ভাইস প্রেসিডেন্ট : অভিজিৎ কুমার রায় (বাপি), ধর্মদাস মুখোপাধ্যায় (ডিডি মুখার্জি), পুণিত কুমার শর্মা,
রাম সুবাগ সিং (পিন্টু), শৈলান চক্রবর্তী, সনাতন ধারা
সেক্রেটারি: বানি কুমার মন্ডল ( নির্বাচিত)
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি : অয়নজিৎ বন্দ্যোপাধ্যায় (লাকি), ধীরেন কুমার চৌধুরী, মণিপদ্ম ব্যানার্জি, প্রলয় চ্যাটার্জি, রমাকান্ত গিরি, শাগুফতা নওয়াজ (রুবি), সুপ্রিয়া হাজরা,ভাস্কর নারায়ণ সেনগুপ্ত।
কোষাধ্যক্ষ( ট্রেজারার): অভিষেক চৌবে, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু খান, রিতা কবি, শান্তনু ব্যানার্জি
অডিটর (নিরীক্ষক): অনিন্দিতা মুখোপাধ্যায় (রাইমা), বাপ্পদীত্য দত্ত, বুধন কেশরি, গুরপ্রীত সিং, শুভেন্দু বিশ্বাস।
এক্সিকিউটিভ মেম্বার : অভয় গিরি, অভিষেক মুখার্জি, অলোক কুমার মাজি, অমিত কুমার শর্মা, অনিমেশ কুমার সিনহা, অনুপ মুখার্জি
অন্তরা মুখার্জি, বিনোদ কুমার চৌধুরী, দেবশ্রী মজুমদার (গাঙ্গুলি), দিলশাজ খান, দীপক কুমার শাহ, গৌতম দাস, জনার্দন শর্মা মঞ্জিল চ্যাটার্জী মহ: জাহাঙ্গীর আলী, পার্থ প্রতিম চৌধুরী (বাপ্পা), প্রীতিবালা কর্মকার, রঞ্জন প্রসাদ নোনিয়া, রতন কুমার দুবে,
রোশন বিনোদ ভগৎ,সৌমেন ঘোষ,সুরজ সিং, তন্ময় ভট্টাচার্য।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরে, বানি কুমার মন্ডল বলেন যে আদালতের আইনজীবীরা তাকে পরপর নয় বার সচিব পদে যে বিশ্বাসের সাথে বেছে নিয়েছেন এতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আইনজীবীদের জন্য কমিটির সাথে কাজ করবেন। তিনি বলেন যে তাঁর চোখে সিনিয়র আইনজীবীদের প্রতি যতটা সম্মান রয়েছে, ততটাই বেশি জুনিয়র আইনজীবীদের সম্মান রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে।