প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের গাড়িতে ভাঙচুর, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের নাম দীপেন মাজি। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউটাউন শিপ থানার পুলিশ।
জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের চারচাকা গাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করে দুষ্কৃতিরা।




গাড়ির পেছনের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। দেখা যায়, ইট পড়ে রয়েছে গাড়ির ভেতর। গাড়ির আরো কিছু জিনিস ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভোটের আগে দুর্গাপুরে অশান্তি তৈরী করতে বিরোধীরা এই ভাঙচুর করেছে বলে অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন ম্যাজির। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর শহরে।
ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ মঙ্গলবার রাতে । প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজি বুধবার রাতে এই ঘটনায় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আমার ছেলের নামে এই গাড়ি রয়েছে। তবে যে জায়গায় গাড়িটি ছিলো সেখানে কোন সিসি ক্যামেরা লাগানো নেই। রাস্তার অন্য দিকে সিসি ক্যামেরা লাগানো আছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।