আসানসোল থেকে বার্নপুরের রাস্তার পুনর্নির্মাণ আড্ডার প্রকল্পে ব্যয় ১৪ কোটি, ভিত্তিপ্রস্তর স্থাপনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জুবিলি মোড় থেকে বার্নপুরের ইন্দিরা চক স্কব গেট পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনের কাজ করা হবে। এই কাজ করবে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা। শুক্রবার এক অনুষ্ঠানে আসানসোলে আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক এই রাস্তা পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আসানসোল শহরের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় থেকে বার্নপুরের ইন্দিরা চক স্কব গেট হলো অন্যতম প্রধান রাস্তা। একদিকে বিবেকানন্দ সরণি ও অন্যদিকে বার্নপুর রোড। এই রাস্তার পুনর্নির্মাণ করার জন্য ব্যয় হবে ১৪ কোটি টাকারও বেশি।




এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত ,পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও রাজু মিশ্র , আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ অন্যান্যরা।