ASANSOL

আসানসোলের রবীন্দ্র সংগীত শিল্পী শ্যামল মুখোপাধ্যায় প্রয়াত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ প্রয়াত হলেন আসানসোলের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্যামল মুখোপাধ্যায় । মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। তিনি আসানসোলের এনএস রোডে নিজ বাসভবন ” মাতৃনিবাসে” বৃহস্পতিবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে মারা যান বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। শ্যামলবাবু বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রয়াত শ্যামল মুখোপাধ্যায় আসানসোল পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মচারীও ছিলেন। তিনি স্ত্রী, শুভাশীষ মুখোপাধ্যায় সহ দুই ছেলে, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় পরিজনদের রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। শ্যামলবাবুর প্রয়াণে আসানসোল শিল্পাঞ্চল তথা আসানসোল শহরের শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে আসানসোলে দোমহানি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গতঃ, প্রয়াত শ্যামল মুখোপাধ্যায়ের প্রয়াত দিলীপ দাসের সম্পর্ক ছিলো বহুচর্চিত। যদিও দুজন আলাদা ঘরানার ছিলেন। তারা দিলীপ মন্ডলের ছাত্র ছিলেন বলে জানা গেছে। প্রয়াত শ্যামল মুখোপাধ্যায়ের কাছে অনেক ছেলেমেয়ে রবীন্দ্র সংগীতের শিক্ষা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *