কুলটি পুর এলাকায় পানীয়জলের সমস্যা, জেলাশাসক ও আসানসোলের মেয়রের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের কুলটি পুর এলাকায় পানীয়জলের সমস্যার সমাধানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে শুক্রবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আসানসোল কনফারেন্স হলে প্রশাসনিক স্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। এই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটির সেল গ্রোথ ওয়ার্কস এবং ডিভিসির আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে কুলটি পুর এলাকার পানীয়জলের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানীয়জল সমস্যা সমাধানের উপায় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয়েছে।




এই বৈঠকের পর মেয়র বিধান উপাধ্যায় বলেন, কুলটির পুর এলাকায় সেল পানীয়জল সরবরাহ করে। পানীয়জলের সমস্যা মূলতঃ সেইসব এলাকায় সবচেয়ে বেশি। এ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে । যেখান থেকে সেল পানীয়জল সরবরাহ করা হয় সেগুলির আগে রেলওয়ে এলাকাটি আছে ৷ সেখানে রেলের সীমানা প্রাচীর নির্মাণের কারণে পানীয়জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তিনি আরো বলেন, এদিনের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী সোমবার এলাকাটি পরিদর্শন করা হবে। তার আগে গোটা বিষয়টি রেলকে জানানো হবে। সেল , আসানসোল পুরনিগম এবং রেলের আধিকারিক পরিদর্শনের সময় সেখানে থাকবেন। সবাই মিলে গোটা বিষয়টি দেখা হবে।