দুর্গাপুরে এসটিএফের হানা, ৫ কেজি আফিম সহ ধৃত বীরভূমের যুবক
বেঙ্গল মিরর দুর্গাপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ( Durgapur News ) রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের ( STF ) হাতে ৫ কেজি আফিম সহ হলো এক পাচারকারী যুবক। বাজেয়াপ্ত হওয়া আফিমের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ধৃত যুবকের নাম শেখ ইয়াম্মুদিন। সে বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা।




জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার চার্চের সামনে একটি চারচাকা গাড়িতে শেখ ইয়ামুদ্দিন আরেকজনকে আফিম পাচার করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলো। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের কাছে গোপন সূত্রে এর আগাম খবর ছিলো। সেই খবর পেয়ে এসটিএফের দল সেখানে পৌঁছায় ও হানা দেয়। আফিম সহ শেখ ইয়ামুদ্দিনকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৫ কেজি আফিম। ধৃত যুবক ঝাড়খন্ড থেকে আফিম নিয়ে এসে এ রাজ্যে পাচার করত। পরে রাতেই ধৃতকে দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ । শুক্রবার মাদক মামলায় ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতর জামিন নাকচ করে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।