দুর্গাপুরে চারচাকা ও টোটোর সংঘর্ষ, জখম ১
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সাত সকালে পথ দুর্ঘটনা ঘটলো দুর্গাপুর টাউনশিপে বিবেকানন্দ রোড এলাকায়। শুক্রবার সকালে একটি চারচাকা গাড়ি ও টোটোর সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছেন টোটো চালক।




শুক্রবার সাতসকাল থেকেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে একটি চার চাকা গাড়ি আনন্দবিহার দিয়ে দুর্গাপুর হাউজসের দিকে যাচ্ছিলো। ঠিক সেই সময় বিবেকানন্দ রোড রাস্তার মুখে উল্টোদিক থেকে আসা একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঐ চারচাকা গাড়িটির। আহত হয় টোটো চালক। আহত টোটো চালক বছর ৪০ দীনেশ সাহা ধোবিঘাটের কর্মকার পাড়ার বাসিন্দা। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। আহত টোটো চালককে পুলিশ স্থানীয় বাসিন্দা পথচারীদের সাহায্যে দুর্গাপুরের ডিএসপি মেন হসপিটালে নিয়ে যায়। পুলিশ চারচাকা গাড়ি ও টোটোটিকে আটক করেছে।