আসানসোল জিটি রোডে টোটো ও অটো চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণ, রাস্তায় নজরদারিতে ট্রাফিক গার্ডের ওসি ও অফিসারেরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শহরের জিটি রোড সহ বিভিন্ন এলাকার রাস্তায় যানজটের সমস্যা সমাধানের জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত মাত্রায় টোটো ও অটো বেড়ে যাওয়ায় আসানসোল শহরের ট্রাফিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ করে, যানজট সামাল দিতে নাজেহাল অবস্থা ট্রাফিক গার্ডের পুলিশদের।




শনিবার আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে ট্রাফিক গার্ডের অন্য আধিকারিকরা আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন হটন রোড মোড় এলাকায় রাস্তায় নামেন। তারা ঐ এলাকায় পার্ক করা টোটো ও অটোর চালকদের সাথে কথা বলেন। তাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন। সঞ্জয় মণ্ডল অটো চালকদের রাস্তার একপাশে তাদের অটো পার্কিং করতে বলেন। কোনও অবস্থাতেই জিটি রোডে তাদের অটো ও টোটো পার্কিং করতে দিতে নিষেধ করা হয়। তিনি বলেন, এর মাধ্যমে যানজট সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি অটো চালকদের বলেন যে রাস্তায় পার্কিং করা কোনও সমাধান নয়। তবে স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত টোটো ও অটো চালকদেরও পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করতে হবে।
প্রসঙ্গতঃ, আসানসোল শহরের শুধু জিটি রোড নয়, হটন রোড, এসবি গরাই রোড, মহিশীলা কলোনি রোড সব ব্যস্ততম ও জনবহুল রাস্তার একই অবস্থা। বিশেষ করে টোটো চলাচল বলতে গেলে লাগামহীন হয়ে পড়েছে। কয়েক হাজার টোটো গোটা আসানসোল শহরে চলছে। টোটোর জন্য প্রতিটি রাস্তায় যানজট পথচারী ও অন্য গাড়ি চালকদের কাছে সড়ক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কি করে এর মোকাবিলা করা হবে, তা খুঁজে বার করতে গলদঘর্ম অবস্থা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল পুরনিগম, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট ও আরটিওর আধিকারিকদের।