আসানসোলে সামাজিক সংগঠন ” সংস্কার ” র উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির
বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের গোধুলি মোড সংলগ্ন কালী মন্দির প্রাঙ্গণে শনিবার সামাজিক সংগঠন ” সংস্কার ” র উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি লায়ন্স ক্লাব আসানসোল চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও ডেপুটি মেয়র ওয়াসিম উল হক। সংস্কার শহরের অভাবীদের খাবার সরবরাহ করার জন্য তিনটি কেন্দ্র পরিচালনা করে। যেখানে প্রতিদিন 200 জন অভাবী মানুষকে খুব ন্যূনতম ফিতে খাবার সরবরাহ করা হয়। অতিথিরা সংস্কারের সামাজিক কাজের প্রশংসা করেন।




রক্তদাতাদের সনদ প্রদানের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। এই রক্তদান শিবিরে ৩১ জন রক্তদান করেন। চক্ষু পরীক্ষা শিবিরে ৭২ জন তাদের চোখ পরীক্ষা করান। যাদের মধ্যে ১০ জনের পরীক্ষায় ছানি পাওয়া গেছে। তাদের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে উদ্যোক্তাদের তরফে । শিবিরে সতীশ শেঠ, শঙ্কর শর্মা, মুকেশ টোডি, শ্রবণ আগরওয়াল, অঙ্কিত খৈতান, অরবিন্দ সাউ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।