RANIGANJ-JAMURIA

পুকুরের জলে ডুবে বৃদ্ধার মৃত্যুতে জামুড়িয়ায় উত্তেজনা, বিক্ষোভ

এ্যাম্বুলেন্স দিতে টানাপোড়েনের অভিযোগ ইসিএলের কয়লাখনি কতৃপক্ষের বিরুদ্ধে

বেঙ্গল মিরর জামুড়িয়া ও আসানসোল, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ এক বৃদ্ধার পুকুরের জলে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের জামুড়িয়া থানা ইসিএলের সাতগ্রাম কোলিয়ারি এলাকায়। মৃতার নাম মেনকা দাসআ(৬৫)।  এই ঘটনার প্রেক্ষিতে আসানসোল পুরনিগমের স্থানীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কাউন্সিলারের স্বামীর নেতৃত্বে কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি বা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারী এলাকার বাসিন্দা আলোচনা করে আগামী দিনে এই বিষয়ে বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি।


ঘটনা প্রসঙ্গে জানা গেছে, জামুড়িয়া থানার জবাগ্রামের বাসিন্দা বছর ৬৫ র মেনকা দাস শনিবার সকালে এলাকারই পুকুরে স্নান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন ও জলে ডুবে যান। ঘটনার কথা জানতে পারেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তিনি বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইসিএল কর্তৃপক্ষর কাছে একটি এ্যাম্বুলেন্স দেওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু ইসিএল কতৃপক্ষ তা নিয়ে  তারা দীর্ঘ টানাপোড়েন করতে থাকেন বলে অভিযোগ করেন ওয়ার্ড কাউন্সিলর। এরপরে ঐ বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


এদিকে, এই ঘটনার খবর পাওয়ার পর পরই জবা গ্রামের বাসিন্দারা ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। আর এই ঘটনার পরেই গ্রামবাসীরা কয়লাখনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন । তারা দাবি করেন, ইসিএল কর্তৃপক্ষ এলাকার কোন উন্নয়নের কাজ করেনা। সিএসআর প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিষেবা দেওয়ার কথা,  তাও দেওয়া হয় না। যা নিয়ে বারংবার তারা অভিযোগ জানালেও কোন ব্যবস্থা হয়নি বলেই দাবি করেন ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এলাকার তৃণমূল নেতৃত্ব সবাই। যদিও এ বিষয়ে ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিলো। যা আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছে।
তারা গাফিলতির অভিযোগ অস্বীকার করে।
এদিক, পুলিশ জানায়, এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে জানা গেছে, বৃদ্ধা পুকুরের জলে ডুবে মারা গেছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *