ASANSOL

আসানসোলে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৪ তম শহীদ দিবস পালন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ৯৪ তম শহীদ দিবস উপলক্ষে রবিবার আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোডে শহীদ ভগত সিংয়ের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুষ্পস্তবক অর্পণ করা হয়। বার্নপুর নওজোয়ান কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ ভগত সিংকে তার শহীদ দিবসে স্মরণ করে তাঁর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও বার্নপুর নওজোয়ান কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, এদিন শহীদ-ই-আজম ভগত সিং, সুখদেব এবং রাজগুরুর শহীদ দিবস। এই দিনে ব্রিটিশ শাসকরা তাদের ফাঁসি দিয়েছিলেন। কিন্তু ভগত সিং কে ফাঁসি দেওয়া হলেও, তাঁর আদর্শ এবং যুবসমাজের কাছে সমাজ ও উন্নয়নের বার্তা ফাঁসি দেওয়া যাবে না। তাঁর মৃত্যু নেই, সেই বার্তা, সেই আবেগ অমর। তিনি এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন ও তিনি ভগত সিংকে শ্রদ্ধা জানান। তিনি তরুণ প্রজন্মকে ভগত সিংয়ের আদর্শ তাদের জীবনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। অমরনাথ চট্টোপাধ্যায়ও বলেন, ভগৎ সিংয়ের মতো মহান স্বাধীনতা সংগ্রামীদের কারণেই ভারত স্বাধীন হয়েছিল।

তিনি কেবল একজন মহান স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, একজন জাতীয় নেতাও ছিলেন। সমাজ ও জাতি গঠনের প্রতি তাঁর চিন্তাভাবনা সকলের উচিত সেই চিন্তাভাবনা মাথায় রেখে এগিয়ে নেওয়া, তবেই আমরা একটি শক্তিশালী দেশ ও সমাজ গড়ে তুলতে পারব। এই উপলক্ষে, বার্নপুর নওজোয়ান কমিটি ছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দল, গণ সংগঠন, আসানসোল পুরনিগম এবং ডিওয়াইএফআইয়ের তরফে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহীদ দিবসে তাদেরকে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *