” স্বাস্থ্য সাথী এ্যাপ ” সম্পর্কিত প্রশিক্ষণ ও কর্মশালা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক অফিসের কনফারেন্স হলে শনিবার ” স্বাস্থ্য সাথী অ্যাপ ” সম্পর্কিত একটি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় কলকাতা সুডার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আসানসোল পুরনিগমের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, আসানসোল পুরনিগমের সব বোরো থেকে এসআই, ডাটা এন্ট্রি অপারেটর ও নির্মল সাথী কর্মীদের এই কর্মশালায় ডাকা হয়েছে। স্বাস্থ্য সাথী অ্যাপ সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দিতে কলকাতা থেকে সুডার আধিকারিকরা এসেছেন।




সবাইকে তাদের নতুন অ্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে। যাতে এটি ১ এপ্রিল থেকে কার্যকর করা যেতে পারে। কেবল মাত্র স্বাস্থ্য দপ্তরের অফিসগুলিতেই নয়, প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা থেকে, সাফাইয়ের ক্ষেত্রে কিভাবে এর মাধ্যমে বৈজ্ঞানিকভাবে কাজ করা যায় সে সম্পর্কে এদিনের কর্মশালায় বলা হয়েছে।