DURGAPUR

বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক সমস্যা নিয়ে সচেতনতা

দুর্গাপুরের স্কুলে অনুষ্ঠানের আয়োজন

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দুর্গাপুরে জেমুয়া ভাদুবালা স্কুলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ” শ্রেয়সী ” ও এনএসপিসিএলের যৌথ উদ্যোগে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের সমস্যা নিয়ে সচেতন করতে সোমবার ” বেধড়ক বোলো ” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এসএসপিসিএলের আধিকারিকরা। ছাত্র-ছাত্রীদের বয়সের সন্ধিক্ষণে যে নতুন সমস্যা বা শারীরিক পরিবর্তন গুলি দেখা দেয় সেই বিষয়ে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।


জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন, ছেলেমেয়েদের বয়সের সন্ধিক্ষণে শারীরিক পরিবর্তন ও তা থেকে নানা ধরনের সমস্যা হয়। যে সমস্যাগুলি হয় তার কিভাবে সম্মুখীন হতে হবে ও সেগুলো কিভাবে কাটিয়ে উঠবে সেই বিষয়ে সচেতন করা হয়েছে এদিনের অনুষ্ঠান থেকে । এই সময় বিভিন্ন ধরনের কুসংস্কারকে প্রশ্রয় না দিয়ে বুঝতে হবে এটা একটা শারীর বৃত্তীয় প্রক্রিয়া। বয়ঃসন্ধিকালে এই ধরনের পরিবর্তন বা সমস্যাগুলি দেখা দেয়। এই বিষয়ে লজ্জা না পেয়ে অভিভাবকদেরকেও সমস্যাগুলি জানানোর বিষয়েও ছাত্র-ছাত্রীদেরকে বলা হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের অনুষ্ঠান ধারাবাহিক ভাবে করতে পারলে ছেলেমেয়েদের জড়তা কাটিয়ে উঠা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *