বারাবনি থানার উদ্যোগে শান্তি বৈঠক
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পক্ষ থেকে সোমবার একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ উপলক্ষে শান্তি কমিটির বৈঠক করা হয়। এই বৈঠকে ঈদের দিন পুলিশ প্রশাসনের তরফে কি ব্যবস্থা করা হয়েছে ও যারা এই উৎসব পালন করবেন, তার জন্য আলোচনা করা হয়েছে। তার সঙ্গে ঈদের কয়েকদিন পরে হবে রাম নবমী। তানিয়েও আলোচনা হয়েছে এদিনের শান্তি বৈঠক।




এই বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকার শিলাদিত্য ভট্টাচার্য, আসানসোল দূর্গাপুর পুলিশের বারাবনি ও হিরাপুরের সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং।
এছাড়াও বৈঠকে ছিলেন মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষজনেরা। এই বৈঠকের পরে
একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। শতাধিক মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এই পার্টিতে অংশগ্রহণ করেন।