দুর্গাপুরে চারচাকাকে পিছন থেকে ধাক্কা ডাম্পারের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : ( Durgapur News Today ) ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে । চারচাকা গাড়িকে পিছন থেকে ধাক্কা ডাম্পারের। নিমেষে দুমড়ে-মুচড়ে গেল চার চাকা। ঘটনাটি ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরের কোট মোড় এ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সৌভিক সাহা ও তার স্ত্রী রুবি সাহা দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চিকিৎসা করিয়ে হিরাপুরে উদ্দেশ্যে রওনা দেয় ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে।




ওল্ড কোট মোড়ে গাড়ি চালক একটু গাড়ি ডান দিকে চাপতেই পিছন থেকে ডাম্পার এসে সজরে ধাক্কা মারে নিমিশেষের এর মধ্যে দুমড়ে মুছরে জায়গায় চারচাকা গাড়ি। তবে দুর্ঘটনাতেও চারচাকার কেউ আহত হয়নি। ডাম্পারের চালক ও খালাসি পলাতক। ঘটনাস্থলে দুর্গাপুর থানার ট্রাফিক পুলিশ পৌঁছে জাতীয় সড়কের দুর্ঘটনা জেরে যে যানজট তা যানজট মুক্ত করে।