RANIGANJ-JAMURIA

তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, নেতাদের সঙ্গে ধাক্কা-ধাক্কি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া : এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালানোর সাথে তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি। ও তাদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই যুব সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাটি ঘটে জামুরিয়া থানা এলাকার শ্রীপুর ফাঁড়ির সাত গ্রাম কোলিয়ারি সংলগ্ন। তৃণমূল শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের দলীয় কার্যালয়ে। অভিযোগ এদের যখন দলীয় কার্যালয়ে বসে তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা আলাপ আলোচনা করছিলেন সেই সময়ই তৃণমূলের নয় নম্বর ওয়ার্ডের যুব সভাপতি জয়প্রকাশ বাউরী বেশ কয়েকজন কে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক কাজী আশরফ ।


বুধবারের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়
। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই জয়প্রকাশ অবশ্য নিজের কে নির্দোষ বলে দাবি করেছেন।উল্লেখ্য কিছুদিন আগেই এই ওয়ার্ডেরই এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য ইসিএল এর সঙ্গে যোগাযোগ করলে
তারা গড়িমোশি করায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, আর তারপরে বুধবার এলাকার বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে এলাকাবাসী এই জয়প্রকাশের নেতৃত্বে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ আর এরপরই ঘটে এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *